সিরাজগঞ্জে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ শেফালী ও জেসমিন নামের ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা।
গেলো শনিবার (১ এপ্রিল) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৩১ মার্চ বিকেল ৫টার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল-সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা বঙ্গুবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এর দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ লক্ষ টাকার মূল্যের ৩৬৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল এবং নগদ ৫হাজার টাকা জব্দ করা হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আটক মাদক ব্যাবসায়ীরা হলেন- রাজশাহীর গোদাগারী থানার বিদিরপুর বারমাইল গ্রামের ইমরান আলীর মেয়ে জেসমিন আক্তার সুরভী(২২) ও স্ত্রী শেফালী বেগম (৫০)।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব ১২ এর মিডিয়া অফিসার- সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জহামান।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান