প্রিমিয়ার লিগে মোহামেদ সালাহর জোড়া গোলে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এর মধ্য দিয়ে টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো অলরেডরা।
টটেনহ্যামের মাঠে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ডারউইন নুনেজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন মোহামেদ সালাহ। এ নিয়ে লিগে টানা দুই ও সব প্রতিযোগিতায় টানা চার ম্যাচে জালের দেখা পেলেন সালাহ। পুরো প্রথমার্ধ জুড়েই লিভারপুল দাপট দেখিয়েছে। বিরতিতে যাওয়ার আগে সালাহ আরোও একবার জালের দেখা পেলে ২-০ গোলে এগিয়ে যায় অলরেডরা।
তবে, বিরতি থেকে ফিরে জ্বলে ওঠে টটেনহ্যাম। ৭০ মিনিটে হ্যারি কেইন ব্যবধান কমালে ম্যাচে ভালোভাবেই ফিরে আসে স্পার্সরা। তবে ভ্যান ডাইক-মাতিপদের দৃঢ়তায় অলরেডদের রক্ষণে আক্রমণের ঢেউ বইয়ে দিয়েও আর গোলের দেখা দেখা পায়নি আন্তোনিও কন্তের দল। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় টটেনহ্যামকে।
১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। আর এক ম্যাচ কম খেলা ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ১৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।