সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’র নির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আর নেই। বুধবার দিবাগত রাত ৩টায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
চলচ্চিত্র নির্মাতা এম এ খালেকের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।
নির্মাতা অপূর্ব রানা জানান, রাজধানীর মধুবাগ মসজিদে জোহরের জামাজের পর জানাজা শেষে মিরপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে তাকে।
নির্মাতার এক স্ত্রী সালমা বেগম ও চার সন্তান তানভির আলম, খালেদা আক্তার, ফাতেমা তুজ জোহরা ও সাদিয়া ইয়াসমিন রয়েছেন।
উল্লেখ্য, সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে এম এ খালেক নির্মাণ করেন ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছিল। ১৯৯৫ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেন নুরুল ইসলাম। প্রায় দেড় দশক ধরে সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন খালেক।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৮ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি