আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সালমান রুশদির ভেন্টিলেটর (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) খুলে নেওয়া হয়েছে এবং তিনি এখন কথা বলতে পারছেন। আজ রোববার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এ তথ্য নিশ্চিত করেছেন।
পেনসিলভানিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সালমান রুশদি। এর আগে ওয়াইলি জানিয়েছিলেন, ছুরিকাঘাতে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে সালমানের লিভারে। ক্ষতিগ্রস্ত হাতে শিরাগুলোতে। হারাতে পারেন এক চোখ। কথাও বলতে পারছিলেন না তিনি।
রুশদির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় রয়েছে এমন একজন লেখক অতিশ তাসির টুইটারে পোস্ট করে জানিয়েছেন, রুশদির শরীর থেকে ভেন্টিলেটর সাপোর্ট সরিয়ে নেওয়া হলেও তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি কথা বলতে পারছেন।
এদিকে, সালমান রুশদির ওপর হামলার ঘটনায় আটক হাদি মাতার-এর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল শনিবার নিউইয়র্কের একটি কাউন্টি আদালতে হাজির করা হয় তাকে। তবে হামলার দায় স্বীকার করেননি তিনি। জানা গেছে, নিউ জার্সির বাসিন্দা হাদি লেবানন বংশোদ্ভূত। দেশটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে হাদি বা তার পরিবারের কোনো যোগাযোগ ছিল কি না তা জানা যায়নি।
উল্লেখ্য, গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। হাদি নামের এক যুবক দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়।