স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যেগে সাংবাদিক গোলাম সরওয়ার কে অমানবিক নির্যাতন ও সারা দেশে সাংবাদিক দের উপর চলা নির্যাতন এর বিরুদ্বে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসন ১৪,১৫ ও ২১ নং এর কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক কিন্তু আজ জাতির বিবেক গুলো নিরাপত্বাহিনতায় ভুগছে। আমরা সাংবাদিকদের পাশে সবসময় আছি আর পাশে থাকবো আমরা এই মানববন্ধনের সাথে একাত্বতা পোষন করছি।
আরো বক্তব্য রাখেন নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী
নাজনিন সরওয়ার কাবেরী বলেন, সমাজের দুর্নীতিবাজ ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্বে সাংবাদিকদের সদা সচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। আর সাংবাদিক নিরাপত্বা ব্যাপারে প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষন করছি
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি গোলাম আকবর চৈাধুরী ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাংবাদিকরা এখন চরম নিরাপত্বাহিনতায় আছি সংবাদ করতে গেলে আমাদের জিবনের নিরাপত্বা টুকু আমরা পাচ্ছি না। সাংবাদিক গোলাম সরওয়ার কে অপহরন ও হত্যা চেষ্টা কারিদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। আমরা প্রশাসন কাছে এই দাবি জানাচ্ছি।
এ সময় মানববন্ধনে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া, আইন সম্পাদক এডভোকেট জামাল হোসাইন, কার্যকরী কমিটির সদস্য ফসিউল আলম খোকন, মোশাররফ হোসেন সরকার, একুশের বাণীর বিভাগীয় ব্যুরো প্রধান এম এ মাহমুদ হায়দার জীবন, পাহাড়তলী বার্তার সহ সম্পাদক আব্দুল হান্নান হিরা দপ্তর সম্পাদক ও ডিজিটাল বাংলা নিউজ এর সম্পাদক প্রকৈাশলী এম হাবিবুর রহমান, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবলু বড়ুয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।