জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। জ্বর, শারীরিক দুর্বলতার পাশাপাশি প্রেশার ওঠা-নামাজনিত সমস্যায় ভুগছেন তিনি। এ তথ্য জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।
সোমবার (১ জুন) সন্ধায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হোন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, “উনি (নাসিম) ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। সে কারণে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল।”
জয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাব। তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।
এদিকে জয় জানান, চারদিন আগে করোনা টেস্টে নেগেটিভ এসেছে। আজ আবার পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে বলেও জানান জয়। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আমরা একটু আগে ফল জানতে পেরেছি। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এর আগে, মোহাম্মদ নাসিমের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।