বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে (৫৫) গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সন্ধ্যায় কালীগঞ্জ বাজার বাস স্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুন্নাসহ চারজন আওয়ামী লীগ নেতা নিহত হন, ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার ১৬ নম্বর আসামি শামসুজ্জামান আহমেদ ভুট্টু।
উল্লেখ্য, বাদী পরে ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে এফিডেভিটের কাগজ আদালতে দাখিল করেন। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, তিনি কেন এই আসামিদের নাম প্রত্যাহার করতে চাচ্ছেন, তখন বাদী আদালতকে জানান, তিনি আসামিদের চেনেন না। বিচারকের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে মামলার বাদী আব্দুল মজিদ বলেন, তার কাছে ফাঁকা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন জনৈক দুই ব্যক্তি, এরপর আদালত এফিডেভিট গ্রহণ করে মামলার বাদী আব্দুল মজিদকে কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দেন। পরবর্তী সময়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন দিয়ে ৫ ঘণ্টা পর মুক্ত হন তিনি।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টু বেশকিছুদিন যাবৎ আত্মগোপনে ছিলেন, খবর পেয়ে তাকে কালীগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৮ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি