মৌলভীবাজার জেলার বড়লেখায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ৯ বছর পর বড়লেখায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। গত মঙ্গলবার (২৭ই আগস্ট) বিকেলে বড়লেখা থানায় এই মামলা হয়।
মামলাটি দায়ের করেন নুরুল ইসলাম তফাদার নামে এক যুবদল নেতা। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রের বরাতে জানা গেছে, ২০১৫ সালের ৫ই জানুয়ারি বিএনপি’র নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড়লেখা পৌরশহরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি’র নেতাকর্মীদের হুমকি দেন। হুমকি উপেক্ষা করে তারা রেলওয়ে যুবসংঘ মাঠের পাশে শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বিএনপি’র ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ওই সময় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তফাদারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এজাহারে সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও আজির উদ্দিন, সাবেক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সাবেক ভাইস-চেয়ারম্যান তাজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি