তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রনধীর কুমার দেবের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২১মে) দুপুরে শহরের সরকারি শিশু পরিবারে সাবেক ছাত্রলীগ নেতা (আমেরিকা প্রবাসী) সোহাগ আহমেদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত রনধীর কুমার দেবের ছোট পুত্র রাজু দেব রিটনের উদ্যোগে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া ও আরো বিভিন্ন অনুষ্ঠানীকতার মাঝে দিনটি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান সুজাতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স্বর্গীয় রনধীর কুমার দেব ২০২১ সালের ২১ মে মারা যান। মৃত্যুর আগে পর্যন্ত রনধীর কুমার দেব ৩য় বারের মতো শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তিনি ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন। সরব উপস্থিত ছিলেন প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে। উপজেলাবাসী রনধীর কুমার দেব এর ক্ষতি এখন ও বয়ে বেড়াচ্ছেন।