মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা:: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। রবিবার বেলা সাড়ে ১২টা থেকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে সকল প্রকার দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাস টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন আগে প্রশাসন আমাদের বাসগুলো নির্ধারিত স্থানে গাড়ী রাখার জন্য নির্দেশ দেয়, নির্দেশনা অনুযায়ী আমরা গাড়ী পার্কিং করে থাকি। রাস্তায় অবৈধ যান চলাচলের বিরুদ্ধে পুলিশের কোন ভুমিকা নেই, তাছাড়া রুটে গাড়ী নিয়ে বাহির হলেই শ্রমিকদের পুলিশি হয়রানি-নির্যাতন ও অন্যায়ভাবে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করা সহ কয়েকদফা দাবিতে আমরা ধর্মঘট পালন করছি। এদিকে বাস টার্মিনাল ও খুলনা রোড, লাবনী মোড় এলাকায় সাধারন যাত্রীদের পায়ে হেটে যাওয়ার দৃশ্য দেখা যায়।
ধর্মঘটের কারনে সংগঠনগুলোর কোন গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছেনা। এতে, চরম ভোগান্তিতে পড়েছে সাধারন জনগন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। বাস টার্মিনার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।