মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরায় ফ্রী চক্ষু শিবির-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র যৌথ উদ্যোগে শহরের হোটেল আল-বারাকায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
খুলনা চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অয়ন সেন, ডাঃ রিয়াল ও ডাঃ আরিফা মুন্নি’র তত্বাবধানে ৪২৩ জন চক্ষু রোগীকে ফ্রী চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও ৫৫ জন ছানি পড়া চক্ষু রোগীকে সংগঠনের নিজ খরচে খুলনা চক্ষু হাসপাতালে ফ্রী ছানি অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
উক্ত চক্ষু শিবির উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান এম এ লতিফ সরদার, রোটারিয়ানদের মধ্যে ফারুকুল ইসলাম, আসাদুজ্জামান, সোহাগ, কামরুল জ্জামান ও মুন্না প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান মোঃ আবু মুছা।