মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জের নলতা নির্বাচনী অফিসে অভিযান চালিয়ে বিএনপির ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় কালিগঞ্জ সার্কেলের এএসপি জামিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে। কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- আশাশুনি উপজেলা বিএনপি সভাপতি কুল্লা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, আশাশুনি বিএনপির যুগ্ম সম্পাদক ইউপি সদস্য জুলফিকার জুলি , শোভনালী ও শ্রীউলা ইউপি বিএনপির আশরাফুল আলম মুকুল ও শহিদুল ইসলাম এবং নলতার হাসান। গ্রেফতারদের বিরুদ্ধে ৮ থেকে ১০টি করে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান ওসি। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলি জানান, গ্রেফতারদের মধ্যে তার থানার ৮ জন রয়েছেন। অপরদিকে আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, তার এলাকার ৮ জন আসামি রয়েছে। অপর ২৯ জন কালিগঞ্জ থানার আসামি। তাদের সবাই নাশকতার মামলার এজাহারভুক্ত। কালিগঞ্জ সার্কেলের এএসপি জামিরুল ইসলাম জানান, তারা ‘গোপন বৈঠক’ করছিল। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে। সাতক্ষীরা-৩ (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জের চার ইউনিয়ন) আসনের বিএনপি প্রার্থী ডা. শহিদুল আলম জানান, তিনি নলতায় তার অফিসে দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করছিলেন। এ সময় পুলিশ ৪৫ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ‘আমি বিষয়টি রিটার্নিং অফিসার জেলা প্রশাসককে জানিয়েছি।’