মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা::
ঈদ উল ফিতর উপলক্ষে টানা সাতদিনের ছুটিতে থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এজন্য রোববার (২ জুন) থেকে শনিবার (৮ জুন) পর্যন্ত ভোমরা স্থলবন্দরে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, ঈদুল ফিতর উপলক্ষে সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এইস এম আরাফাত হোসেন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সাতদিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আগের মতো যথা নিয়মে যাওয়া-আসা করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।