বর্তমানে তারা দুজনেই সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতদের পরিবার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিম আব্দুল ওহাবের সাথে তার ভাই আইয়ুব আলীর বিরোধ চলে আসছিলো। বিগত কয়েকমাস আগে সাতক্ষীরা ম্যাজিষ্টেট আদালতে আব্দুল ওহাব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে আইযুব আলী। মামলাটির বিচারকার্যে রবিবার আদালতের দিন ধার্য ছিলো। এসময় ভুক্তভোগী ওহাব ও তার স্ত্রী আদালতে হাজির হয়ে মামলাটি মিথ্যা দাবী করে জামিনের আবেদন করলে আদালত যাবতীয় বিষয় বিবেচনা করে জামিন মঞ্জুর করে।
আদালত থেকে জামিন নিয়ে বাড়ী ফেরার পথিমধ্যে বহেরা উত্তর পাড়া এলাকায় পৌছালে প্রতিপক্ষ আইয়ুব আলী, তার স্ত্রী ফরিদা খাতুন, ছেলে আলিম ও তার সহযোহী স্থানীয় ইসহাক আলীর ছেলে ডালিম ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে তাদের দুজনের মাথায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওহাব ও তার স্ত্রী আসমা খাতুনকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।