মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা:: সাতক্ষীরা জেলার তালার পল্লীতে সংবাদকর্মীর মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার ভোর রাতে উপজেলার খানপুর গ্রামে ১৩৫ বিঘা মৎস্য ঘেরে ঘটেছে। এতে ৪ লক্ষাধিক টাকার উর্দ্ধে ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘের মালিক হলেন, উপজেলার কেসমত ঘোনার মৃত সিরাজুল ইসলাম শেখের ছেলে ও তালা প্রেসক্লাবের সদস্য মোঃ খলিলুর রহমান। তবে রাতের আধারে কে বা কারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে এমন ক্ষতি করেছে, সে বিষয় খলিলুর রহমান নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে মাছ ভাসতে দেখে এলাকাবাসী তাকে খবর দিলে মৎস্য ঘেরে পৌছে মরা মাছ ভাসতে দেখে। এর মধ্যে রুই, সিলভার, মৃগেল, শোল, চিতল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৪ লাখ টাকার উর্দ্ধে ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি আমি জানিনা তবে এমন ঘটনার প্রেক্ষিতে লিখিত আবেদন করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।