বৃহস্পতিবার (২৫ জুলাই) বাদীর পক্ষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলী আদালত নং ০১, সাতক্ষীরা তে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট মোঃ রোকনুজ্জামান (মামুন)। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আদালতের বিচারক হুমায়ন কবীর অভিযোগ আমলে নিয়ে জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি তদন্ত কর্মকর্তাকে আগামী ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
জেলা তথ্য অফিস সূত্রে গত মঙ্গলবার (৬ জুলাই) জানা যায়, মামলার বাদী মোঃ আব্দুল খালেক তার আরজিতে উল্লেখ করেন, তার বিরুদ্ধে ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক রিপোর্ট তৈরি করে তা ২৯ জুন ২০১৯ রবিবার, তৃতীয় বর্ষ, সংখ্যা ০৬, ১৫ আষাঢ়, ২৫ শাওয়াল ১৪৪০ তারিখে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ১ম পাতার মধ্য ভাগে ‘‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কোটি টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে, কলেজ চত্ত্বরে কনডম ও ফেন্সিডিল’র বোতলের স্তূপ’’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এবং ৩০ জুন ২০১৯ সোমবার সকাল ১০ টায় অনলাইন নিউজ পোর্টাল তারুণ্যের বার্তা ডটকম এ ‘‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কোটি টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে, কলেজ চত্ত্বরে কনডম ও ফেন্সিডিল’র বোতলের স্তূপ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল টাইমস্ অব সাতক্ষীরা তে ‘‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কোটি টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে, কলেজ চত্ত্বরে কনডম ও ফেন্সিডিল’র বোতলের স্তূপ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এছাড়াও ৪ জুলাই দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় ‘‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কোটি টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে, কলেজ চত্ত্বরে কনডম ও ফেন্সিডিল’র বোতলের স্তূপ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে তার মানহানি হয়েছে। তিনি এর প্রতিকারের জন্য ৪০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।