একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা হয়েছিল বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইকোনোমিক টাইমস’। সংবাদ মাধ্যমটি মঙ্গলবার (২৯ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ‘শেখ হাসিনাসহ অন্যদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তবে বাংলাদেশ সরকার তাদের বন্ধুত্বপূর্ণ সহযোগীদের নিয়ে ওই হত্যা পরিকল্পনা বানচাল করে দেয়।’
হত্যাকাণ্ড ঘটানোর জন্য আইএসআই অস্ত্রের মজুদ করে। কিন্তু যে জাহাজে অস্ত্র আনা হচ্ছিলো সেটি সাগরে ডুবে যায়। জাহাজ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা নিক্ষেপের পরিকল্পনা ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হত্যার পরিকল্পনায় ছিলেন আইএসআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মোক্তার। তার সঙ্গে আইএসআইয়ের বেশ কিছু এজেন্টও জড়িত ছিল।’
ইকোনোমিক টাইমসে বলা হয়েছে, ‘গ্রিসের পতাকাবাহী একটি জাহাজে করে একে-৪৭, কারবিন বন্দুক ও গ্রেনেড নিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশের বন্দরে প্রবেশের পরিকল্পনা করা হয়। তবে ওই জাহাজটি মাঝপথে ডুবে যায়।’
আরেকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাহাজ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজধানী ঢাকায় বোমা বিস্ফোরণেরও পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের।’