সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সর্বোচ্চ আদালত এলাকায় ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ে করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারুন অর রশীদ বলেন, আসলে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য আমি দুঃখিত, মর্মাহত। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়। এই রকম জায়গায় এ ধরনের ঘটনা ঘটবে এটা আমাদের কাম্য ছিল না। দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করায় পুলিশকে তা হ্যান্ডেল করতে হয়েছে। এটা করতে গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। সঙ্গে আমার প্রিয় কিছু সাংবাদিক ভাইও আহত হয়েছেন।
ডিএমপি ডিবির প্রধান বলেন, এ জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কমিশনার মহোদয়ও দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই পবিত্র জায়গা হ্যান্ডেল করতে আমরা আরও সাবধান হব।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মুখোমুখি অবস্থানের ফলে বুধবার সারা দিন পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অনেক আইনজীবী আহত হন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন