লিখন আহমেদ সিরাজগন্জ প্রতিনিধিঃ
সিরাজগন্জের সলঙ্গায় জমি জমা সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে
প্রতিপক্ষের রাম দা এর আঘাতে নারী সহ তিন জন গুরুতর আহত হয়ে সিরাজগন্জ
বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে।
ঘটনাটি শনিবার বেলা দুইটার দিকে ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে ঘটেছে
জানা যায় বেতুয়া গ্রামের মোঃ আঃ খালেক এর সাথে একই পরিবারের সিদ্দিকুর
রহমান গংদের সাথে বসত বাড়ী ও জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে
আসছিলো।খালেক গংদের বসত বাড়ী থেকে অবৈধ উচ্ছেদ সহ বাড়ির আঙ্গিনার উঠানে
জোর পুর্বক গাছ লাগানো আর দখলকে কেন্দ্র করে কোর্টে মামলা চলমান আছে।
এমতাবস্থায় গত শনিবার বেলা দুইটার দিকে বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে
গেলে পুর্ব পরিকল্পনা করে,প্রতিবেশী সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী ও
ভুমিগ্রাসী সিদ্দিকুর রহমানের হুকুমে একই গ্রামের আলহাজ
(৩৫),কুদ্দুস(৪০), আল আমিন(৩০), আসমত (২৫), মালেক (৪৩) সহ অন্যান্যরা
অতর্কিত হামলা চালিয়ে খালেককে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখমসহ নাক কেটে
দেয়। এঘটনা দেখতে পেয়ে আঃ খালেকের স্ত্রী আমেনা (৩৫), রফিকুলের স্ত্রী
জিয়াসমিন (৩২) ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধরক মারপিট করে শ্লীলতাহানি
ঘটায়। আহত অবস্থায় তাদেরকে উদ্বার করে সিরাজগন্জ বঙ্গমাতা ফজিলতুন্নেসা
হাসপাতালে ভর্তি করা হয়।
লিখন আহমেদ সিরাজগন্জ প্রতিনিধি
মোবাঃ০১৭৪৩৬৯২৬৮১