সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোরে কুতুবেরচড় মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাচ্ছিল পথে শ্রীরামেরপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী থানায় মামলা দায়ের করেন। রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।
মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ প্রতিদিনের ন্যায় শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। বাড়ি থেকে হবার পরই সড়ক থেকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসটি পিছনে গেলেও তাদের ধরতে পারি নাই। সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। পরে পুলিশ থানা পুলিশ তিন জনকে আটক করেছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের পরিবারে দাবি অতিদ্রুত যেন সুস্থ্য ভাবে ফিরিয়ে দেন।
মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়ের করেন,পরে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারের কাজ ও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৬ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি