২০২৩ সালের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। শনিবার (২১ জানুয়ারি) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে টি২০ ফরম্যাটে রাখা হয়নি। আর এ কারণেই এবার তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান। গত ১৭ বছর ধরে দেশের হয়ে সর্বোচ্চ এই ম্যাচ খেলার কারণেই মুশফিকুর রহিম ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন। এতে করে সবার চেয়ে বেশি বেতন তুলতেন বিসিবি থেকে। কিন্তু গতকাল বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে টি-২০ ফরম্যাটে রাখা হয়নি। আর এ কারণেই এবার তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান। নতুন চুক্তি অনুযায়ী দুই ফরম্যাটের অধিনায়কও এখন সাকিব।
✪ আরও পড়ুন: পিএসজির ২২ জনের দলেও নেই মেসি-দোনারুমা
বিসিবির নিয়ম অনুযায়ী, অধিনায়ক হিসেবে সাকিব ও তামিম দু’জনই ৪০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। তাই সব মিলিয়ে সাকিবের বেতন এখন মাসে প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের পরই সর্বোচ্চ বেতন তামিম এবং মুশফিকের। এই দু’জনই টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন। ওয়ানডে অধিনায়ক তামিমের বেতন হবে প্রায় ৭ লাখ টাকা আর মুশফিকের হবে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।