অনলাইন সংবাদ মাধ্যমগুলোর নিবন্ধন করার আবেদন গ্রহণের সময়সীমা চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীনের সই করা এক স্মারকের মাধ্যমে গত ৩০ জুন (রবিবার) এ সিদ্ধান্ত জানানো হয় বলে বুধবার (০৩ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এর আগে অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের আবেদনপত্র গ্রহণ করার কার্যক্রম জুনের ৩০ তারিখের মধ্যে সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছিল।
নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।
ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ অনলাইন নিউজপোর্টালের নিবন্ধনের আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। এর আগে যাদের নিবন্ধনের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।