প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।’ পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানান তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সমাবর্তনে ৯৭ জন গ্রাজুয়েটের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি শেখ রেহানা। এরপর কৃতি শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার।