সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ নৈতিকতা সমৃদ্ধ সমাজ”এই স্লোগানে সসাস কর্তৃক সাংস্কৃতিক কর্মশালা সম্পূর্ণ হয়েছে। সারাদেশ ব্যাপি ইসলামি সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করছে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)। এরই ধারাবাহিকতায় খুলনা ও যশোর অঞ্চলের শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সাংস্কৃতিক কর্মশালা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সম্মানিত উপদেষ্টা নুরুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাইফুন শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান জাহিদুর রহমান নাঈম ও সসাসের সঙ্গীত পরিচালক রাশেদুল ইসলাম।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রশিক্ষক হিসেবে ছিলেন গীতিকার সুরকার ও বিশিষ্ট নাট্যকার মাসুদ রানা, বিশিষ্ট আবৃত্তিকার শাহ মাখদুম ও ক্বারী মাওলানা সোলাইমান।
সসাসের শিশু কিশোর সম্পাদক ও খুলনা যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক জাকির হোসাইন এর সমাপনি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শেষ হয়।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান