বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানে সব ধরনের বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে চীনা কর্তৃপক্ষ। গত ১৩ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আগামী ৫ বছর পর্যন্ত চলবে। এ ছাড়া বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ করে শহরটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া জিয়াংজি ও হুনান অঞ্চলে বন্যপ্রাণীর ব্যবসা বন্ধে খামারিদের নগদ অর্থ সহায়তার পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগে রাজধানী বেইজিংয়ে গেল ফেব্রুয়ারিতে বন্যপ্রাণী শিকার ও খাওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। চীন দাবি করে আসছে, উহানের হুয়ানান বাজার থেকে বন্যপ্রাণীর মাধ্যমেই হয়েছে করোনাভাইরাস।
খাওয়া নিষিদ্ধ প্রাণীর তালিকায় আছে- যে কোনো ধরনের বন্যপ্রাণী, সংরক্ষণের তালিকায় থাকা জলজ প্রাণী, বন্দি অবস্থায় প্রজনন করে এমন প্রাণী।
এদিকে, গত বছরের শেষের দিকে উহানেই সর্ব প্রথম করোনা ভাইরাসের সূত্রপাত হয়। সে সময় কর্তৃপক্ষ ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বন্যপ্রাণী কেনাবেচা হয় উহানের এমন একটি বাজারের দিকে আঙুল নির্দেশ করেছিল। এর কিছুদিন পর চলতি বছরের জানুয়ারিতে সাময়িকভাবে বন্যপ্রাণী কেনা-বেচা নিষিদ্ধ করে চীন। এর আগে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লেও বন্যপ্রাণী কেনা-বেচা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল দেশটি।
এদিকে এতো কিছুর পরও চীনের বিভিন্ন জায়গায় গোপনে বন্যপ্রাণী কেনা-বেচা হচ্ছে বলে নানান প্রতিবেদন আসছে। এরই মাঝে উহান কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা দিয়ে বন্যপ্রাণি ভক্ষণ ও কেনা-বেচা নিষিদ্ধ করলো।