আগামী এপ্রিল মাস থেকে সব ধরনের ঋণের উপর ৯ শতাংশ সুদ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্রেডিট কার্ড এর আওতার বাইরে থাকবে।
সোমবার রাতে (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে নতুন পুরোনো সব ধরনের ঋণে সুদহার হবে ৯ শতাংশ। তবে ঋণ খেলাপিদের বেলায় অতিরিক্ত ২ শতাংশ সুদ যোগ করা যাবে।ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়। ক্ষুদ্র মাঝারি ও বৃহত শিল্পের বিকাশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বর্তমানে কিছু খাতে সুদের হার ১৫ শতাংশ পর্যন্ত রয়েছে; যা এই নির্দেশনার ফলে ৯ শতাংশে নেমে আসবে।