নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের নারায়নগন্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রীজ পরিস্কার করলেন সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ।
নিজের হাতে কোদাল দিয়ে ফুটওভার ব্রীজ পরিস্কার করে সবাইকে তাক লাগিয়ে দেন এই পুলিশের এসআই। এবং একই সংগে গনসচেনতার জন্য বিভিন্ন স্লোগান এ ফুটওভার ব্রীজের নিচে ফ্যাস্টুন লাগিয়ে দেন।
বৃহস্পতিবার বিকেলে দুই জন পুলিশ সদস্য ও সেচ্ছাসেবী দের সাথে নিয়ে ফুটওভার ব্রীজ পরিস্কার করলেন এসআই আবুল কালাম আজাদ।
প্রতক্ষ্যদর্শী ও স্হানীয়রা জানান,উপজেলার ব্যাস্ততম মোগড়াপাড়া চৌরাস্তায় এলাকা বাসীর দাবির পেক্ষিতে ২০১০ সালের শেষের দিকে ফুটওভার ব্রীজ করেন সড়ক ও জনপদ বিভাগ।
কিন্তু ব্রীজ নির্মাণের পর হতে হকার ও ভিক্ষুকের দখলে চলে যায়।ফলে পথচারীরা ফুটওভার ব্রীজ ব্যাবহার না করে মুল সড়ক দিয়ে যাতায়াত শুরু করে
সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ মহাসড়ক দিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে তারের দেওয়াল তুলে দেন।এতে পথচারীরা ফুটওভার ব্রীজ ব্যাবহার করতে বাধ্য হয়।
ফল ব্যাবসায়ী জামান ও স্হানীয় দোকানদার বলেন,সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ নিজের হাতে ঝাড়ু, বেলচা,কোদাল, বালুর বস্তা কিনে এনে স্হানীয় কয়েকজনের সহযোগিতা নিয়ে পরিস্কার শুরু করেন।
প্রায় দুই ঘন্টা কাজ করে ব্রীজ পরিস্কার করেন তিনি
।এরপরে ব্রীজের নিচে বিভিন্ন ধরনের ফ্যাস্টুন লাগান তিনি