ইংল্যান্ড জাতীয় দল ও ডারহাম কাউন্টি ক্লাবের পেসার ব্রাইডন কার্সকে সব ধরনের ক্রিকেটে ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসঙ্গে ১৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে। গত ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি ধরায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ান।
২৮ বছর বয়সী এ ইংলিশ পেস অলরাউন্ডার জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি। ইসিবির নতুন স্বাধীন সংস্থা ‘ক্রিকেট রেগুলেটর’ এর তদন্ত কমিটি কার্সের বাজি ধরার বিষয়টির প্রমাণ পেয়েছে। কার্সও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ম্যাচে কার্স বাজি ধরলেও এসব ম্যাচের কোনোটিতেই তিনি খেলেননি। তবে পেশাদার ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফের সদস্যরা বাজি ধরতে পারবেন না, এ কারণেই দোষী সাব্যস্ত হয়েছেন ইংলিশ এই পেসার।
ইসিবির ‘ক্রিকেট রেগুলেটর’ কমিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, তদন্তের কাজে কার্স আমাদের সহযোগিতা করেছে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন। অন্যদিকে নিষিদ্ধ কার্স সব দায় নিজের কাঁধে নিয়ে বলেন, বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি।
সেইসঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে ফেরার প্রতাশার কথা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারও খেলতে নেমে শোধ করব।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৪ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি