গত কিছুদিন ধরে বিভিন্ন সবজির দাম কম থাকাতে ক্রেতাদের মাঝে ছিল স্বস্তি। কিন্তু হঠাৎ সবজির দাম আবার বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। হাত বদল হলেই প্রতিটি সবজির দাম বাড়ছে কেজি প্রতি ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। ফলে কৃষকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে করে বিপাকে পড়ছেন নিন্ম আয়ের মানুষ।
জানা গেছে, বাজারে ভারতীয় টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, চায়না গাজর ১৫০ থেকে ১৬০, শিম ২৪০, লম্বা বেগুন ৮০, সাদা গোল বেগুন ৯০ থেকে ১০০, কালো গোল বেগুন ১২০ থেকে ১৪০, শসা ৬০ থেকে ৮০, উচ্ছে ১২০, করল্লা ৮০ থেকে ১০০, কাঁকরোল ১০০, পেঁপে ৫০, মুলা ১০০, ঢেঁড়স ৬০ থেকে ৮০, পটল ৮০ থেকে ১২০, চিচিঙ্গা ৬০ থেকে ৭০, ধুন্দল ৬০ থেকে ৮০, ঝিঙা ৮০, বরবটি ১০০, কচুর লতি ৮০ থেকে ১০০, কচুরমুখী ৮০, মিষ্টিকুমড়া ৮০, কাঁচা মরিচ ২৪০ ও ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর মানভেদে প্রতিটি লাউ ৭০ টাকা, চালকুমড়া ৮০, ফুলকপি ৫০ থেকে ৬০ ও বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা, হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা করে।
দাম বেড়েছে পেঁয়াজ-রসুনের
আজকের বাজারে আকার ও মানভেদে ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। এর মধ্যে ছোট পেঁয়াজ ১৩০ টাকা ও বড় সাইজের পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে। এ ছাড়া লাল আলু ৬০, সাদা আলু ৬০, বগুড়ার আলু ৭০, দেশি রসুন ২৪০, চায়না রসুন ২৩০ থেকে ২৪০, চায়না আদা ৩২০ ও নতুন ভারতীয় আদা ১৪০ থেকে ১৬০ দরে বিক্রি হচ্ছে।
দেখা গেছে, আজ সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। ক্রস জাতের পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। আর দেশি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা। চায়না রসুনের দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। এ ছাড়া চায়না আদা ও ভারতীয় আদার দাম কমেছে যথাক্রমে ২০ ও ৪০ টাকা। কেন পেঁয়াজের দাম বেড়েছে, এ প্রসঙ্গে বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা কোনও সদুত্তর দিতে পারেননি।
সব ধরনের মুরগির দাম কমেছে
আজ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। এ ছাড়া আজ ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ২০৫ টাকা, কক মুরগি ৩০৫, লেয়ার মুরগি ২৯৮ থেকে ৩০০, দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম