রাজনীতি ডেস্কঃ “মাস্ক পরিধান করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার ৯০% কার্যকর”। সাবেক সহকারী একান্ত সচিব ডঃ মোঃ আওলাদ হোসেন মাস্ক বিতরন কর্মসূচীতে এসব মন্তব্য করেন। সরকারের গনটিকা কর্মসুচী বাস্তবায়নের পাশাপাশি সকলকে মাস্ক পরিধান করার জন্য গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নং ওয়ার্ডের বড়ইতলা চত্বর থেকে কদমতলী থানা আওয়ামীলীগ এর উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে এই মাস্ক বিতরন কর্মসূচী শুরু হয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই) কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ডঃ মোঃ আওলাদ হোসেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে ডঃ মোঃ আওলাদ হোসেন আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে করোনা সংক্রমণ উর্ধমুখী। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশের আশেপাশে এবং মৃত্যুর সংখ্যা ২৫০ এর উপরে উঠে এসেছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা প্রায় শেষ পর্যায়ে। হাসপাতালগুলোতে করোনা রোগীর উপচে পড়া ভিড়। কোন হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। আইসিইউ ও উচ্চ চাপ সম্পন্ন অক্সিজেন সরবরাহ সুবিধাও শেষ পর্যায়ে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন কর্মসুচী আগামী ৫ জুলাই শেষ হবে। দীর্ঘদিন লকডাউন চলতে থাকলে অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পরার আশংকা রয়েছে। নিম্নআয়ের মানুষের দৈনন্দিন জীবিকা বন্ধ হয়ে গেলে, সরকারের দৃষ্টির আড়ালে, অনাহারে জীবন যাপন করার সম্ভাবনা দেখা দিতে পারে।”
সাবেক সহকারী একান্ত সচিব বলেন, “জীবন-জীবিকা ও ভবিষ্যতের সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় রেখে সরকার আগামী ৭ জুলাই‘ ২০২১ শনিবার থেকে সারাদেশে ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে গন-টিকা প্রদান কর্মসূচী ঘোষণা করেছে। টিকা নিতে ‘অনলাইন রেজিস্ট্রেশন‘ করার মত বিড়ম্বনা বাতিল করে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মাঝে টীকা প্রদানের বয়সসীমা ৪০ বছর থেকে নামিয়ে ৩০ বছর করা হয়েছে এবং খুব সহসাই ১৮ বছরে নামিয়ে আনা হবে। এমনি পরিস্থিতিতে গনটিকা কর্মসুচী বাস্তবায়নের পাশাপাশি সকলকে মাস্ক পরিধান করার জন্য গনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করলে আপনি করোনা সংক্রমিত হতে পারেন, আপনার থেকে আপনার পরিবারের সদস্যরা সংক্রমিত হতে পারে। পরিবারের সদস্যদের করোনা সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে মাস্ক ব্যবহার করতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচতে সহযোগিতা করতে হবে।”
আজকের মাস্ক বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কদমতলী থানা আওয়ামীলীগ এর সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া।
এ সময় মাস্ক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য জননেতা আলমগীর হোসেন, কদমতলী থানা আওয়ামীলীগ নেতা মোঃ আহসানউল্লাহ, মোঃ নজরুল ইসলাম, রোখসানা বেগম পারুল, শহীদ মাহমুদ হেনা, ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, ৫৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদ হোসেন, ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর খান, ৫৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আরিফ হোসেন, ৫২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দবিরুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।