বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রধানমন্ত্রীসহ এবারের মন্ত্রিসভা হচ্ছে ৩৭ সদস্যের। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা পাঠ করে সাংবাদিকদের শোনান। শপথ নিতে ইতোমধ্যে তাদের ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রী হচ্ছেন যারাঃ ১. আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১) ২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) ৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪) ৪. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) ৫. ডা দীপু মনি (চাঁদপুর-৩) ৬. তাজুল ইসলাম (কুমিল্লা-৯) ৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১) ৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) ৯. আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) ১০. ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) ১০. আব্দুশ শহীদ (মৌলভীবাজার-৪) ১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) ১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) ১৪. আব্দুর রহমান (ফরিদপুর-১) ১৫. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫) ১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯) ১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রান-৯) ১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১) ১৯. ফরিদুল হক খান (জামালপুর-২) ২০. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) ২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) ২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) ২৪. স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্রেট) ২৫. সামন্ত লাল সেন (টেকনোক্রেট)।
প্রতিমন্ত্রী হচ্ছেন যারাঃ ১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪) ২. নসরুল হামিদ (ঢাকা-৩) ৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩) ৪. মোহাম্মাদ আলী আরাফাত (ঢাকা ১৭) ৫. মহিবুর রহমান (পটুয়াখালী-৪) ৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) ৭. জাহিদ ফারুক (বরিশাল-৫) ৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩) ১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।
বঙ্গভবনের মুখপাত্র জানান, সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠান শেষে তাদের আপ্যায়নের জন্য নানা বাহারি খাবারের আয়োজন করা হচ্ছে। বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য।
তিনি আরও জানান, নতুন মন্ত্রীদের আপ্যায়নে থাকছে নানা রকম খাবারের ব্যবস্থা। যেখানে মাংস ও সবজি জাতীয় খাবারকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ফলও। খাবারের টেবিলে থাকবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা। মিষ্টি মুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাবা। এছাড়া কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলে বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে। পরে বঙ্গভবনের সবুজ লনে শামিয়ানার নিচে চা-কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে আওয়ামী লীগ ২২২ আসন পেয়ে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ আসন পায় স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি পায় ১১টি আসন। আর নির্বাচনের তিনদিনের মাথায় গতকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। তার আগে সংসদ সদস্য হিসেবে প্রথমে শপথ গ্রহণ করেন বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এরপর স্পিকার হিসেবে তিনি শেখ হাসিনাসহ অন্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে বিজয়ীরাও এদিন শপথ নিয়েছেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি