অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে এটি হতে যাচ্ছে জাতির উদ্দেশে ড. ইউনূসের চতুর্থ ভাষণ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলে শূন্যতা পূরণে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম