তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় তেলবাহি লরীর ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শাহীন আহমদ (৩৫) পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার দক্ষিণভাগের দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৮ জুন মঙ্গলবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার কাঠালতলী ব্র্যাক অফিস সংলগ্ন সড়কের বিপরীত দিক থেকে ছুটে আসা একটি তেলবাহি লরী মোটরসাইকেল আরোহী শাহীন আহমদকে ধাক্কা দেয়। এতে শাহীন গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন দুর্ঘটনায় আহত শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।