দীর্ঘ সমযের পর অবশেষে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ সদস্যরা আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছেন। দেশের অন্যান্য থানার মত ফুলবাড়ী থানারও স্বাভাবিক কার্যক্রম চলছে পুরোদমে।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলা সদর সহ ছয়টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে পুলিশের মহড়া বের হয়। এ সময় হাট-বাজার ও মোড়ে মোড়ে জনগণকে সচেতন করতে এবং আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানিয়ে জনগনের সাথে মতবিনিময় করা হয়। এ সময় পুলিশের সাথে আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ দিন পুলিশ বিহীন রাত্রী যাপনের পর পুলিশের কার্যক্রম সচল হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। হাট- বাজারসহ রাস্তার মোড় গুলোতে পুলিশের টহল চলাকালে উৎসুক জনতার অনেকেই সন্তুষ্টির হাসি দিয়ে পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ফুলবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় বলেন, যদিও ফুলবাড়ী উপজেলার কোথাও হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলার ঘটনা ঘটেনি। তারপরও পুলিশ না থাকায় আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম। কারন পুলিশ ছাড়া বিপদ আপদে নিরাপত্তা চাওয়ার কোন জায়গা ছিলনা। আজ পুলিশ সচল হওয়ায় আমরা স্বস্তি ফিরে পেলাম।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বলেন, ফুলবাড়ী থানার পুলিশ আমরা কেউই কর্মবিরতি পালন করিনি। আমরা সবাই থানাতেই ছিলাম। আজ সকালে আমরা আনুষ্ঠানিক ভাবে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি