আজ জাতীয় সংসদে চলতি অর্থবছরের (২০১৯-২০২০) জন্য ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০ উত্থাপন করেন। পরে বিলটির ওপর বিভিন্ন শেষে তা কণ্ঠ ভোটে পাস হয়।
সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরে তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি অর্থ খরচ করেছে, তার অনুমোদন নিতেই এই সম্পূরক বাজেট পাস হয়।
এদিকে, একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেট সবার বাজেট। একদিকে যেমন অর্থনীতির, অন্যদিকে এটা মানবিক বাজেটও।
তিনি বলেন, আমরা বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে। এবার বাজেটে দেশের সব মানুষ প্রাধিকার পাচ্ছে। দেশের মানুষকে বাঁচাতে হবে। তাদের এ করোনাভাইরাস থেকে রক্ষার চেষ্টা থাকবে।
অর্থমন্ত্রী বলেন, অন্য বার রেভিনিউ (রাজস্ব) অর্জন করি এবং রেভিনিউ (রাজস্ব) খরচ করি। আমি এবার রাজস্ব খরচ করবো, তারপর রাজস্ব অর্জন করবো। পে অ্যাজ ইউ আর্ন। এখন যদি খরচ না করি, মানুষ বাঁচবে কেমন করে। আর মানুষকে যদি বাঁচাতে না পারি, দেশ কার জন্য, দেশের বাজেট কার জন্য? ঐক্যমত্যের ভিত্তিতে এ বাজেটটি ঘোষণা করেছি। করোনা দুর্যোগ মোকাবিলা সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়েই এ কাজটি করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের গ্রামে যেতে বলেছেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কথা বলেছেন। যারা গ্রামের দোকানদার তাদের সবাইকে রক্ষা করতে হবে। তাদের নিয়েই এ বাজেট করেছি। অন্য বার রাজস্ব অর্জন করি এবং রাজস্ব খরচ করি। আমি এবার রাজস্ব খরচ করব, তারপর রাজস্ব অর্জন করব।
প্রসঙ্গত, আগামী ৩০ জুন সমাপ্য অর্থবছরে কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুর করা অর্থের অধিক অর্থ দেওয়া ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এ সম্পূরক বিল আনা হয়।