জাতীয় পার্টি সুসংগঠিত বিরোধী দল হিসেবে সংসদে ছায়া সরকারের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
আর দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংসদে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা একথা বলেন।
জাতীয় পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা একটি সুসংগঠিত এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে আবির্ভূত হবো। যদি ঠিকঠাকভাবে সংসদে ছায়া সরকারের দায়িত্ব পালন করতে পারি ২০২৪ সালের নির্বাচনে অবশ্যয় আমরা সরকার গঠন করতে পারবো।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘বিরোধী দলের যে ভূমিকা থাকে তা নিয়ে জনগণের মধ্যে যেনো কোনো দ্বিধা না থাকে সেজন্য আমরা মন্ত্রী পরিষদের কোনো সদস্য এখানে অন্তর্ভুক্ত করতে দেইনি।’