বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত–সংঘর্ষে অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৫ জন, রাজধানী ঢাকায় ১১ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ১ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২জন, জয়পুরহাটে ২ জন, হবিগঞ্জে ১জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন, কক্সবাজারে ১ জন, বরিশালে ১ জন ও গাজীপুরের শ্রীপুরে ১ জনসহ ৯৮ জন নিহত হয়েছেন।
এদিকে, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রোববার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, যারা সন্ত্রাসী, যারা নাশকতাকারী, যারা অগ্নিসংযোগকারী, যারা পুলিশ হত্যাকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক সহিংসতায় মোকাবিলায় পুলিশ যথেষ্ট সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নগরবাসীকে কারফিউ চলাকালে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যাঁরা কারফিউ আইন ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৭ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি