বেশ কয়েক বছর ধরেই অসুস্থতা নিয়মিত সঙ্গী ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলের। অসুস্থতার কারণেই চলতি বিশ্বকাপে কাতার যেতে পারেননি তিনি। তবে অবস্থা এবার এতটাই আশঙ্কাজনক, যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী তার অবস্থা এখন খুবই সংকটাপন্ন, পুরো শরীর ফুলে গেছে।
বেশ অনেক বছর ধরেই প্রায়ই হাসপাতালে ভর্তি হতে হয় পেলেকে। ৮২ বছর বয়স্ক কালো মানিক খ্যাত এই ব্রাজিলিয়ান কিংবদন্তী ক্যান্সার রোগে ভুগছেন বেশ অনেকদিন ধরেই।
মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি হন, মোটামুটি সুস্থ হলে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে খুব বেশিদিন টানা বাড়িতে থাকা হয় না তার। এর আগে ২০২১ সালে অস্ত্রোপচার করে পেলের কোলন থেকে টিউমার অপসারণ করা হয়েছিল। তখনও অনেকদিন আইসিউতে ছিলেন তিনি।
ক্যান্সারের চিকিৎসার জন্য নিয়মিত কেমোথেরাপি দেওয়া হয় পেলেকে। হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে, নতুন করে একাধিক টেস্টের পরই জানানো যাবে পেলের বর্তমান শারীরিক অবস্থা।
ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশকে তিনটি বিশ্বকাপের শিরোপা জেতান। তাই শুধু ব্রাজিল সমর্থকদের কাছেই নন, গোটা পৃথিবীতেই তার অসংখ্য ভক্ত রয়েছে।