জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এর পুরস্কার পাওয়ায় সোস্যাল মিডিয়া পেইজ “এমটিভি এক্সক্লুসিভ” পরিবারের পক্ষ থেকে শারমিন ফাতেমাকে অভিনন্দন জানানো হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কোম্পানীগঞ্জ মিডিয়া সেন্টারে একঝাক গণমাধ্যম কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে এমটিভি’র লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করে শারমিন ফাতেমা তার এই সাফল্যের গল্প তুলে ধরেন।
শারমীন ফাতেমা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি মুরাদনগর স্কাউটসের প্রতিষ্ঠাতা মরহুম বদির উদ্দিন আহমেদ ও জয়িতা পুরস্কার প্রাপ্ত জননী তাহেরা বেগমের বড় মেয়ে।
উল্লেখ্য-গত ২৭ জুন জাতীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি ২০২৪ শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে শ্রেষ্ঠত্বের পদক পেয়েছেন প্রাথমিক শিক্ষক শারমীন ফাতেমা।
এর আগে ২০১৭ সালে মুরাদনগর উপজেলায় কাব-স্কাউট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ওই বছরেই তিনি জেলায় শ্রেষ্ঠ স্কাউট হন। ২০১৮ সালে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্হান অর্জন করেন। এছাড়াও করোনাকালে সংসদ টেলিভিশন ও রবি টেন মিনিট স্কুলে প্রাথমিকের ক্লাশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অদম্য এই স্কাউট শিক্ষক।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি