ম্যাচ শেষের দুইদিন পরেও যেন থামছে না সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস কেন্দ্রিক বিতর্ক। কারো দাবি, সাকিব নিয়মের সুযোগ নিয়ে তার ক্রিকেটীয় মেধার পরিচয় দিয়েছে, আর কারো কারো মতে টাইমড আউট করিয়ে সাকিব স্পিরিট অব ক্রিকেট নষ্ট করেছেন।
সাকিব বলছেন, তিনি যুদ্ধে ছিলেন আর জয়ের জন্য তখন যা করণীয়, তাই করেছেন। আর ম্যাথিউসের বক্তব্য, সাকিবের প্রতি সমস্ত সম্মান হারিয়ে ফেলেছেন তিনি।
তবে সবকিছু ছাপিয়ে ম্যাথিউসের ভাইয়ের রাগটাই যেন সবার চেয়ে বেশি। এমনকি শ্রীলঙ্কায় কখনো সাকিবকে পেলে পাথর মারবেন এমন হুমকিও দিয়ে রেখেছে ত্রিভান ম্যাথিউস। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’
হেলমেটের ফিতা ছেঁড়া হওয়ায় ক্রিজে ঠিক সময়ে মাঠে নেমেও বলের মুখোমুখি হতে পারেননি ম্যাথুস। আইসিসির বেঁধে দেওয়া ২ মিনিট সময়ের মধ্যে প্রথম বলটা খেলতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। এরপরই টাইমড আউটের আবেদন করেছিলেন সাকিব। ট্রেভিনের মতে, এখানে দোষ ছিল না তার ভাইয়ের। ভারতীয় সংবাদমাধ্যমকে বললেন,‘অ্যাঞ্জেলো নির্ধারিত সময়ে তার ক্রিজের মধ্যে ছিল, তবে হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যাওয়া, এটি তার দোষ ছিল না।’
এদিকে ইতিহাসের প্রথম টাইমড আউটের শিকার হওয়া ম্যাথিউসের দাবি তাকে আউট করার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের টাইম ফুটেজ ব্যবহার করে আইসিসির কাছে অভিযোগ জমা দেওয়া হবে বলেও জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিন ম্যাচশেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা। এ নিয়ে ম্যাথিউসের জবাব, ‘আমরা তাদেরই সম্মান করি, যারা আমাদের সম্মান করে। তাদের খেলাটিকে সম্মান করতে হবে। আম্পায়ারসহ আমরা সবাই খেলাটির দূত। তাই সম্মান না দিলে, সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কিইবা বলতে পারি।’
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম