তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শ্রী অঞ্জন কুমার পালের সভাপতিত্বে শ্রীমঙ্গল রেল স্টেশন প্লাটফর্মে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যাত্রী সাধারণের সচেতন মূলক দেহ ও নিজ সম্পত্তি রক্ষা যথাস্থান বুকিং কাউন্টার থেকে ট্রেনের টিকেট ক্রয় নিজ নিজ ব্যবহৃত মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগেজ ইত্যাদি নিজ দায়িত্বে রাখা, জানালা খোলা অবস্থায় জানালার নিকট মোবাইল ফোন ব্যবহার না করা, মূল্যবান সামগ্রী ইত্যাদি ট্রেনের জানালার পাশে না রাখা। রেলওয়ে সামগ্রী চুরি রোধে, রেলওয়ের সম্পত্তি ও মানবসম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হওয়া, মাদক সংক্রান্ত অপরাধ যাতে সংঘটিত না হয় এবং নিজেরাও মাদকের সাথে এবং মাদক সংক্রান্ত অপরাধের সহিত জড়িয়ে না পরা এবং সর্বোপরি একটি নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা মূলক অসাধারণ বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ।
তাছাড়া মৌলভীবাজার শিল্পকলা একাডেমি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং উচ্ছ্বাস থিয়েটার শ্রীমঙ্গল এর সহযোগিতায় “থিয়েটার এগোনিস্ট করোনা” করোনার বিরুদ্ধে নাটক “স্বপ্নচূড়া” নাটকটি মঞ্চস্থ করা হয়। শ্রী গোবিন্দ রায় সুমন এর রচনা ও দিক নির্দেশনায় একঝাঁক তরুণ তরুণীর সম্বলিত তাহাদের সুনিপুণ অভিনয় প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আনন্দ দিয়ে প্রশংসা কুড়ান।