তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সম্মেলনের প্রায় দেড় বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামীলীগ। এতে অর্ধেন্দু কুমার দেব সভাপতি এবং সহিদ হোসেন ইকবাল সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (১৩ জুন) রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান কমিটির অনুমোদনের কপি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালের হাতে তুলে দেন।
মিছবাহুর রহমান এসময় বলেন, দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালের ১৩ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় দেড় বছর পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি উপজেলা আওয়ামীলীগকে আরও সুসংগঠিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মো. ইউছুব আলী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, জিল্লুর আনাম চৌধুরী চেমন, ইমরান হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, স্বপন রায়, ডা: হরিপদ রায়, শমসের খাঁ, বিজয় বোনার্জী,
যুগ্ম সাধারণ সম্পাদক পদে শুভ্র ধর, আকরাম খাঁন, এনাম হোসেন চৌধুরী মামুন, আইন বিষয়ক সম্পাদক পদে এড: সৈয়দ সাইফুর রহমান সিফাত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লোকমান হোসেন সুন্দর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান পবলু, দপ্তর সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ফয়েজ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শেখ উপরু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাংশু সেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে ফারজানা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মুক্তিযোদ্ধা এম এ মতলিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন দাশ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ড. সনজিত সেন গুপ্ত, শ্রম সম্পাদক পদে প্রাণেশ গোয়ালা, সাংস্কৃতিক সম্পাদক পদে সুশীল সেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদে সম্পাদক ডা. করুনাময় দেব, সাংগঠনিক সম্পাদক পদে আবু কাউছার লাবলু, বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, সহ-দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রাহিদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠন পাল, কোষাধ্যক্ষ ভানু লাল রায় এর নাম রয়েছে।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বীর উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, মো. আকছির মিয়া, এম এ রহিম, আবু শহীদ আব্দুল্লাহ, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ফনি ভূষন চক্রবর্তী, ফিরোজ মিয়া, কেরামত আলী, হেকিম সোলেমান, আকছির মিয়া (২), কদর আলী, কামাল হোসেন চেরাগ, ফারুক সিকদার, হুমায়ুন কবীর, ইকবার উদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল হেলাল, রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মুজিবুর রহমান মজুল, বিপুল পাল, সুচিত্রা ধর, অশোক বোনার্জি, আব্দুল বাছিত, আছিদ আলী, বাবুল গাজী, সিরাতাম অলমিক, সুব্রত দেব, আল্পনা সেন, আলাউর রহমান, আজিজুর রহমান আজিজ, লছমন কানু (মেম্বার), নাজমুল হোসেন বাবুল, মো. মহসিন মিয়া (মেম্বার), মো. মোসাহিদ মিয়া ও শাহ আলম চৌধুরী।