তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রবিবার তালা খুলেছে স্কুল-কলেজের। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের কলতানে মুখর হয়ে উঠছে বিদ্যাপীঠগুলোর আঙিনা।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউপি মনিপুরী পাড়া স্কুল টি তার বাহিরে নয়। ক্ষুদ্রনি গোষ্ঠীর ছেলে, মেয়ে গুলোর আনাগুনা বেশি এ স্কুলটির। এর অংশীদারীত্ত্বে বাচ্চাদের মুখে হাঁসি ফুটাতে মনিপুরী পাড়া সরকারী বস্তি স্কুলের বাচ্চাদের খাতা ও কলম দিয়ে বরন করে নেন বিপুল সিংহ, আশিদ্রোন ইউপি আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড সম্পাদক,আরো উপস্থিত ছিলেন এলাকার বীর মুক্তিযোদ্ধা বিজিবি সদস্য ফুরকান মিয়া , বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিভা রানী দেবী সহ সকল শিক্ষক, শিক্ষিকাও কর্মচারী বৃন্দ।