মাগুরা জেলা প্রতিনিধি :-
( এইচ.এম রাজিব )
একটি সেতুই গ্রান্ড ট্রাঙ্ক রোডের দুর্দশার কারন! সোনারগাঁ থেকে সিন্ধু পর্যন্ত শেরশাহ সড়কে মাগুরা জেলার শালিখা উপজেলার শতপাড়া নামক স্হানের সেতুটি দীর্ঘদিন ভেঙ্গে থাকলেও স্হানীয় সরকার সংসদ সদস্যের নজরে এলেও দীর্ঘদিন কোনো উদ্যোগ নেননি।
বন্ধ আছে যশোর টু মাগুরা (বুনাগাতি) সড়কের যোগাযোগ। প্রতিদিন হাজার হাজার লোকজন যশোর নড়াইল ও মাগুরার জনগোষ্ঠীর মধ্যে ব্যবসায়িক যোগাযোগসহ সার্বিক যোগাযোগ ব্যহত হচ্ছে। বর্তমানে সড়কটির বিকল্প হিসেবে প্রায় দশ কিলোমিটার পথ ঘুরে হাজরাহাটি রাস্তা ঘুরে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশপাশের হাজার হাজার রোগির চিকিৎসা সেবা নিতে যেতে হয়৷ গর্ভবতী মায়েদের দ্রুত হাসপাতালে পৌছানোর কোনো সুযোগ নেই শতপাড়ার ভেঙ্গে পড়া হারান মন্ডলের সেতুটির জন্য। দীর্ঘদিন সেতুটি ভেঙ্গে থাকায় যশোর শহরের সাথে মাগুরার আন্ত যোগাযোগ বন্ধ রয়েছে। স্হানীয় মানুষের জনদূর্ভোগ কমাতে সেতিটির পুনঃনির্মাণ এলাকাবাসীর দাবি।
শিক্ষার্থীদের জন্য সেতুটি দ্রুত নির্মাণ করার আহবান শালিখা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের।