বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মজিবর রহমান মজনু বলেছেন, ‘শেরপুর-ধুনট এই দুই উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপান্তর করা হবে। এখানে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি রুখে দেওয়া হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়ন করা হবে। গ্রামে পাওয়া যাবে শহরের সব সুযোগ সুবিধা। এজন্য বর্তমান সরকার আমার গ্রাম আমার শহর প্রকল্প গ্রহণ করেছে’।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেরপুর উপজেলার মধ্যদিয়ে গ্যাস চলে গেছে। কিন্তু এখানকার মানুষ সেই গ্যাস সুবিধা পায়নি। এছাড়া নির্মাণাধীন ছয়লেন ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবিটি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন বলে জানান তিনি।
স্থানীয় ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ শাহজামাল সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আ.লীগ নেতা জাকির হোসেন মামুন, রবিউল ইসলাম বাবু, আব্দুল হামিদ, কৃষকলীগ নেতা এসএম আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা কারিমুল ইসলাম প্রমুখ।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৮ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি