বগুড়ার শেরপুরে বাজার নিয়ন্ত্রন ও পন্যের সঠিক দাম নির্ধারনের লক্ষ্যে রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম রেজাউল করিম এই অভিযান পরিচালনা করেন । এ সময় চার ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, অসাধু ব্যবসায়ীদের দ্বারা সৃষ্ট অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রন রাখতে শেরপুর উপজেলা প্রশাসন শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক মো. সাইদুর রহমানের মুদির দোকানে প্লাস্টিকের বস্তা রাখায় ৩ হাজার টাকা এবং মোস্তফা, আব্দুল ওয়াহাব ও জাহাঙ্গীর আলমের দোকানে পণ্যের সঠিক দাম না নেওয়ার কারনে পর্যায়ক্রমে ১৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে র্যাব সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, ব্যবসার নামে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একদল অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।
এছাড়াও প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে এবং বাজার নিয়ন্ত্রন রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি