বগুড়ার শেরপুরে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) ভোর রাতে পুলিশ ও র্যাব এর যৌথ অভিযানে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মসিউর রহমানের ছেলে আহমেদ ইমতিয়াজ রাসেল (৩২), একই উপজেলার জিহাদ হোসেনের ছেলে সজল ইসলাম (২৫)।
জানা যায়, গ্রেপ্তারকৃত ওই দুই যুবক বিভিন্ন এলাকায় পুলিশের ওসি পরিচয় দিয়ে সাধারণ অনেক মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়। গত ৩০ মার্চ শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার আফজাল হোসেন মারুফের মোবাইলে একটি ভুয়া বার্তা আসে। তারপরই প্রতারক থানার ওসি পরিচয় দিয়ে আফজাল হোসেনকে ফোন করে জানায়, আত্মীয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে ভুল করে তার (আফজাল হোসেনের) মোবাইলে টাকা ঢুকে যায়। পরবর্তীতে আফজাল হোসেনের দুর্বলতার সুযোগে ২০ হাজার ৫’শ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
ঠিক একই ভাবে শেরপুরের সুঘাটে মুজাহিদুল এর কাছ থেকে ২৭ হাজার ৭’শ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এমন ভাবে কয়েকটি ঘটনা ঘটার পর থানায় অভিযোগের ভিত্তিতে প্রতারকদের মোবাইল নম্বর পর্যবেক্ষণ করে বগুড়া জেলা পুলিশ। তারপর বুধবার (৩ মার্চ) ভোররাতে র্যাব ১২ ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকা থেকে প্রতারক চক্রের ওই দুই সদস্যদের আটক করা হয়।
এসময় আটককৃতদের নিকট হতে ৬টি মোবাইল ফোন, ৪২টি সিম কার্ড, ২টি খাতা ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত প্রতারক। এ বিষয়ে থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি