বগুড়া প্রতিনিধিঃ জিনাত ফাউন্ডেশন শেরপুর বগুড়ার উদ্যোগে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় এলাকার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
এ সময় পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা স্কুলের এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এস এম মাহফুজুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক অধ্যক্ষ ডা. মিজানুর রহমান,সাংবাদিক শাকিল মাহমুদ,জিনাত ফাউন্ডেশনের প্রতিষ্টা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম মালয়েশিয়া থেকে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখেন জিনাত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রফাউন্ড গ্রুপ (মালয়েশিয়া),এর চেয়ারম্যান ড. মাহতাব হোসেন।
এসময় আরোও বক্তব্য রাখেন- স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ডা. ফজলুল হক, হারুনর রশিদ প্রমুখ।
উক্ত উনুষ্ঠান উপস্থানায় ছিলেন এনাজ উদ্দিন মাস্টার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তানভির হাসান নাদিম , নূর মোহাম্মাদ সম্রাট, ইমামুল মিল্লাত ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারি বৃন্দ।