বগুড়ার শেরপুরে সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌড়দাস রায় চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে সিমাবাড়ীর বেটখোর বাজার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গৌড়দাস রায় চৌধুরী শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা কমিটির কার্যকরী সদস্য।
জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করা হয়। শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর বিস্ফোরক দব্য আইনে দয়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১৪১ জন আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তালিকায় থাকা ১৪১ জনের মধ্যে অন্যতম আসামী ছিলেন গৌড়দাস রায় চৌধুরী।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, “গৌরদাস রায় চৌধুরীকে গ্রেফতার করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৬ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি