মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মেইলের মাধ্যমে ভোট দেয়া কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হয়েছে নভেম্বরের নির্বাচনের মেইল-ইন-ভোট কার্যক্রম।
নর্থ ক্যারোলাইনায় মোট ৬ লাখ ৪৩ হাজার মেইল ইন ব্যালট পাঠানো হয়েছে, যা গত বারের প্রেসিডেন্ট নির্বাচনের ১৬ গুণ। অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও মেইলের মাধ্যমে ভোট দেয়া কার্যক্রম শুরু হবে শিগগিরই।
উইসকন্সিন এবং ফ্লোরিডায় আগেরবারের চেয়ে প্রায় একলাখ মেইল ইন ব্যালট বেশি অনুরোধ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ব্যালট পাঠানো হবে এই দুই জায়গায়।
২০১৬ সালের নির্বাচনে মোট ইলেক্টরেট অঞ্চলের এক চতুর্থাংশে মেইল ইন ব্যালটের মাধ্যমে ভোট দেয়া হয়েছিল। এবার করোনার কারণে এ সংখ্যা অনেক বেশি। বেশিরভাগ ভোটারই এবার মেইলের মাধ্যমে ভোট দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।